বিপিএলে রবিবার দিনের দ্বিতীয় খেলায় মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল মাশরাফির রংপুর রাইডার্স। রাইলি রুশোর অর্ধশতকের সুবাদে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৬৯ রান তুলেছে রংপুর। আসরে প্রথম জয় তুলে নিতে খুলনার প্রয়োজন ১৪৮ রান।
টসে হেরে রংপুরের হয়ে উদ্ধোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন মেহেদি মারুফ ও রাইলি রুশো। তবে ওপেনিংয়ে বড় জুটি গড়তে পারেনি তারা। কুমিল্লার পর ব্যাট হাতে এদিনও ব্যর্থ হল মারুফ। দলীয় ১৮ রানে ১৩ বল থেকে মাত্র ৫ রান করে প্যাভিলনে ফেরেন তিনি।
দ্বিতীয় উইকেটে ব্যাট করেত আসা হেলস দলকে বেশি দূর নিয়ে যেতে পারেনি। দলীয় ৪২ রানে রুশোকে একা ফেলে প্যাভিলনের রাস্তা ধরেন তিনি। আফগান স্পিনার জাহির খানের বলে আউট হওয়ার আগে তিনি ৯ বল থেকে ১৫ রানের ইনিংস খেলেন।
তৃতীয় উইকেটে রুশোকে সঙ্গ দিতে আসেন মোহাম্মদ মিঠুন। এদিন তিনি ক্রিজে সেট হয়ে উইকেট দিয়ে এলেন। অফ স্ট্যাম্পের বাইরের বলে শেষ মুহূর্তে ব্যাট চালিয়ে ব্রাথওয়েটকে উইকেট দিয়ে আসেন তিনি। এ সময় রংপুরের স্কোর ৯.৫ ওভারে ৬৫/৩ উইকেট।
চুতর্থ উইকেটে রুশ আর রবি বোপারার জুটিতে ঘুরে দাঁড়ায় রংপুর। এই জুটিতে ১৩ ওভারে দলীয় সংগ্রহ তিন অঙ্কতে পৌঁছায়। আর ১৫ ওভারে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১১০।
শেষ পাঁচ ওভারে মারমুখি ব্যাটিং শুরু করেন রুশো ও বোপারা। ১৬তম ওভারে জাহির খানকে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতক পূরণ করেন রুশো। এরপর আরো ভয়ংকর হয়ে ওঠেন তিনি।
ইনিংসের ১৮তম ওভারে ব্যাথওয়েটের ওভারে ১টি ছক্কা ও ৩টি চারের সুবাদে মোট ২১ রান তোলে রংপুর। শেষ অবদি এই দুই ব্যাটসম্যানের ৬১ বলে অপরাজিত ১০৪ রানের সুবাদে ৩ উইকেটে ১৬৯ রানে পৌঁছে যায় রংপুর। যেখানে বোপারার অবদান ২৯ বল ৪০ এবং রুশো ৫২ বলে ৭৬ রান করেন। খুলনার হয়ে ব্যাট হাতে জাহির খান, ব্যাথওয়েট ও আলী খান ১টি করে উইকেট নেন।
রংপুর রাইডার্স এর স্কোরবোর্ড:
রংপুর-১৬৯/৩
ওভার-২০
ব্যাটিং:
রুশো: ৭৬ (৫২ বল)
মারুফ ৫ (১৩ বল)
হেলস: ১৫ (৯ বল)
মিঠুন: ১৯ (১৭ বল)
বোপারা: ৪০ (২৯ বল)
বোলিং:
আলী খান, জাহির খান ও ব্রাথওয়াইট ১ টি করে উইকেট পেয়েছেন