প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেসিন রিজার্ভে দাপট দেখালো প্রকৃতি। বৃষ্টির বাঁধায় এদিনও মাঠে গড়ালোনা একটি বলও।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির বাঁধায় পন্ড হয়ে গেল। দিনের প্রথম দুই সেশন বৃষ্টির পর বাংলাদেশ সময় সকাল ৮ টার পর ওয়েলিংটনের আকাশ থেকে মেঘ সরতে শুরু করে। এ সময় দিনের শেষ সেশনে খেলার জন্য মাঠ প্রস্তুতের কাজ করা হচ্ছিল।
সে লক্ষ্যে বাংলাদেশ সময় সকাল ৮.৪৫ মিনিটে আরেক দফায় পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণে যাবেন দুই আম্পায়ার পল রেইফেল এবং রুচিরা পাল্লিয়াগুরুগে। এ সময় দুই দলের কয়েকজন করে ক্রিকেটার মাঠে উইকেট দেখতে আসেন। ছিলেন বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডসও।
উইকেট দেখে একাদশ সাজানোর পরিকল্পনায় তিনি মাঠে আসেন। কিন্তু এর কিছু সময় পরই আবারো বৃষ্টি নামে যাতে দ্বিতীয় দিনের পুরোটাই পন্ড হয় যায়।
সিরিজে ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড।