ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ই-ন্যাশনস কাপে একই গ্রুপে জায়গা পেলো ব্রাজিল-আর্জেন্টিনা। ২০ টি দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ২০টি দলই আসবে ভিন্ন ছয়টি অঞ্চল থেকে (কনকাফ, কনেম্বল, আফ্রিকা, ওশোনিয়া, এশিয়া ও ইউরোপ)। ফিফা র্যাংকিংয়ে যে দলগুলো শীর্ষে থাকবে তারাই শুধু এই টুর্নামেন্টে সুযোগ পাবে।
লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট আগামী এপ্রিল মাসের ১৩ ও ১৪ তারিখে মাঠে গড়াবে। ১ লাখ মার্কিন ডলার পুরষ্কার পাবে টুর্নামেন্ট বিজয়ী।
ম্যাচে অংশ নেয়া দেশ গুলোর প্রতিযোগিরা গ্রুপ পর্বে একে অন্যের বিপক্ষে ব্যক্তিগত ভাবে লড়াই করবে এবং দল হিসেবে দুজন করে লড়াই করবে। এই লড়াই শেষে চার গ্রুপ থেকে আট দল নক আউট পর্বে উঠবে। প্রতি গ্রুপে থাকবে ৫টি করে দল।
আসুন এক নজরে দেখে নিই কোন গ্রুপে কোন কোন দল আছে
গ্রুপ এ- ইংল্যান্ড, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, সৌদি আরব।
গ্রুপ বি- স্পেন, যুক্তরাস্ট্র, নিউজিল্যান্ড, মেক্সিকো, চীন।
গ্রুপ সি- জার্মানী, নরওয়ে, সুইডেন, আর্জেন্টিনা, ব্রাজিল।
গ্রুপ ডি- পর্তুগাল, রাশিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড।