শনিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের গ্রুপ পর্বের লড়াইয়ের সমাপ্তি হচ্ছে। শেষ দিনের লড়াইয়ে দুপুর ১.৩০ মিনিটে মাঠে নামছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
কুমিল্লা এই আসরে ১১ ম্যাচ থেকে ৮ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। আর রংপুরও সমান ম্যাচে ৭টি জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। প্লে অফ পর্ব নিশ্চিত হওয়ার সাথে সাথে আজকের ম্যাচের ফলাফল যাই হোক না কেন দল দুটি আগের অবস্থানেই থাকবে।
আজকের ম্যাচে মাঠে নামার আগে দুই দলই রয়েছে ছন্দে। দুটি দলই তাদের শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে।