ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে হোয়াটওয়াশের পর ওয়ানডে সিরিজে ঘুড়ে দাড়ালো আফ্রিকা। রবিবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা।আগামী ৬ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে সেঞ্চুরিয়নে।
ওয়ান্ডারার্সের টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি৷ শুরু থেকেই ধারাবাহিকবাবে উইকেট খোয়াতে থাকা দ্বীপরাষ্ট্র ৪৭ ওভারে ২৩১ রানে অলআউট হয়ে যায়৷
২৩ রানের মধ্যেই হারায় দুই ওপেনার নিরোশান ডিকভেলা ও উপুল থারাঙ্গাকে। নিজের প্রথম দুই ওভারে দুটি উইকেটই নেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি।
তৃতীয় উইকেটে ফার্নাদো ও পেরেরা জুটিতে চাপ কাটিয়ে ওঠে। দলীয় ৯৯ রানে পেরেরা ব্যাক্তিগত ৩৩ রানে তাহিরের শিকার হলে ৭৬ রানের এ জুটি সমাপ্তি হয়।
চতুর্থ উইকেটে ফার্নাদো ও মেন্ডিস ৯৪ রানের জুটি গড়েন। যা শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নিয়ে যায়। এই জুটি হাফ সেঞ্চুরির দৌড় গোড়ায় থাকা মেন্ডিজ ৪৯ রানে রান আউকে কাটা পড়েন।
মেন্ডিস দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন৷ ডি’সিলভা আউট হন ব্যক্তিগত ৩৯ রানে৷ বাকিদের মধ্যে দু’অঙ্কের রান বলতে ক্যাপ্টেন মালিঙ্গার ১৫৷ দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন এনগিদি ও তাহির৷ একটি করে উইকেট রাবাদা ও নর্ৎজের৷
জবাবে দলীয় ১৪ রানে ওপেনার হেনডিকের উইকেট তুলে নেন শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৬ রানের জুটি গড়েন ডি কক ও ডু প্লেসিস। দলীয় ১৫০ রানে ডি কক ৭২ বল থেকে ৮১ রানের ইনিংস খেলে বিদায় নেন।
তবে তৃতীয় উইকেটে ভ্যান ডার ডাসেলকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যার ডু প্লেসিস। তিনি ১১৪ বল থেকে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৪৩ বলে ২ চারে ৩২ রানে অপরাজিত থাকেন ডুসেন। ম্যাচসেরা হয়েছেন ফাফ ডু প্লেসিস।