মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলের লড়াইয়ে মাঠে নামার আগে বড় জয় পেল রোনালদোর জুভেন্টাস। শুক্রবার রাতে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে উতিনেজের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। দলের হয়ে জোড়া গোল করেন কিন। আর একটি করে করেন এমরে কান ও ব্লেইস মাতুইদি।
এদিন রেনালদো ও দিবালাকে ছাড়াই শুরুর একাদশ সাজায় জুভেন্টাস। কিন্তু এই দুই তারকার অনুপস্থিতি টেরে পেতে দিলেন না টিন-এজার মোইজে কিন। ম্যাচের ১১ মিনিটের মাথায় গোলের মুখ খোলেন তিনি। এর পর ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জুভেন্টাস।
বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটে কিন প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন জার্মান মিডফিল্ডার এমরি কান।
চার মিনিট বাদে চতুর্থ গোলটি জালে পাঠান মাতুইদি। শেষের দিকে ৮৪তম মিনিটে অতিথিদের একমাত্র গোলটি করেন ইতালিয়ান ফরোয়ার্ড কেভিন লাজানিয়া।
ঘরের মাঠে এই জয়ে টানা অষ্টম লিগ শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে আছে তারা।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলের লড়াইয়ে ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস। প্রথম লেগে মাদ্রিদের ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল জুভেন্টাস।