দশ মাসের ব্যবধানে আবারো রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে ফিরেছেন জিনেদিন জিদান। গতবার চ্যাম্পিয়নস লিগে শিরোপা জয়ের পর রিয়ালের দায়িত্ব ছেড়েছিলেন ফরাসি এ কোচ। সোমবার তার সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি সম্পন্ন করে রিয়াল মাদ্রিদ।
তবে জিনেদিন জিদানকে রিয়ালে আনতে সভাপতি পেরেজকে কম কাঠখড় পোড়াতে হয়নি। অনুসন্ধানে জানা গেছে, ৬টি শর্ত দিয়েছিলেন জিদান। তার এই ছয় শর্ত মানা হলেই কেবল রিয়ালের কোচ হিসেবে ফিরে আসতে রাজি হবেন তিনি।
রিয়ালকে দেওয়া জিদানের ছয় শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি শর্ত হচ্ছে একাদশ বাছাই, দল পরিচালনা- সর্ব ক্ষেত্রে একক নিয়ন্ত্রণ থাকবে কোচের। একই সাথে খেলোয়াড় বেচা-কেনার পূর্ণ স্বাধীনতা থাকবে জিদানের ওপরই।
রিয়ালে আসতে জিদানের দেয়া ছয় শর্ত
১. দলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
২. যাদের চাই না তাদের বিক্রি করে দিতে হবে
৩. মার্সেলো এবং ইসকোকে বিক্রি করা যাবে না
৪. নেইমারকে কেনা যাবে না
৫. হামেশকে ফেরানো যাবে না
৬. এমবাপেকে কেনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে