রবিবার বিপিএল আসরের দিনের প্রথম খেলায় মাশরাফিদের বোলিং তোপের সামনে বেশিদূর যেতে পারলো না রাজশাহী কিংস। নির্ধারীত ২০ ওভার শেষে জাকির হাসানের ৪২ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে তারা ১৩৫ রান তুলেছে।
টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন রাজশাহী কিংসের টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান। দলীয় ৬ রানের মাথায় রানের খাতা খোলার আগেই মাশরাফির শিকারে পরিণত হন মিরাজ। এরপর ১৬ বলে ১৪ রান করে সোহাগ গাজীর বলে উইকেটের পিছনে ধরা পড়েছেন আরেক ওপেনার মুমিনুল হক।
৩৩ রানে ২ উইকেট হারানো রাজশাহীকে টেনে তোলার চেষ্টা করছিলেন সৌম্য সরকার। কিন্তু দলীয় ৩৬ রানে রাজশাহীকে তৃতীয় ধাক্কা দেয় মুর্তজা। এ সময় ১৩ বলে ১৮ রান করা সৌম্যকে ফিরিয়ে দেন তিনি।
চতুর্থ উইকেট রাজশাহীকে খেলায় ফিরিয়ে আনেন হাফিজ ও জাকির হাসান। এই দুই ব্যাটসম্যানের ৫৪ রানের জুটি দলকে স্বস্থি এনে দেয়। দলীয় ৯০ রানের মাথায় ২৯ বল থেকে ২৬ রান করা হাফিজ রান আউট হলে এই জুটির সমাপ্তি ঘটে।
হাফিজের বিদায়ের পর ক্রিজে স্থায়ী হতে পারেননি ইভান। মাত্র ২ রান নিয়ে ফরহাদ রেজার শিকারে পরিণত হন তিনি। দলীয় ১১২ রানের সময় আজ একাদশে প্রথম বারের মতো সুযোগ পাওয়া ডাসকাট ১০ বল থেকে ১৪ রান নিয়ে রান আউটের শিকার।
শেষ পর্যন্ত ক্রিজে একা লড়াই চালিয়ে যান জাকির হাসান। তার ৩৬ বল থেকে ৪২ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে তোলে রাজশাহী।
রংপুরের হয়ে বল হাতে ৪ ওভার থেকে ২২ রান দিয়ে ২টি উইকেট নেন মাশরাফি। ১৭ রান দিয়ে রেজা নেন ২টি উইকেট। এছাড়া শফিউল ও গাজী নেন ১টি করে উইকেট।