থামানো যাচ্ছে না ওলে গানার সোলজায়েরের বিজয়রথ৷ হোসে মারিনহোর সময় খোঁড়াতে খোঁড়াতে প্রিমিয়ার লিগে ক্রমশ পিছাতে থাকা রেড ডেভিলসদের দায়িত্ব নেওয়ার পর নরওয়েজিয়ান কোচ ইতিহাস গড়ে বসেন৷ কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনও যেটা করে দেখাতে পারেননি, ঠিক সেটাই করে দেখালেন ইউনাইটেডের কেয়ারটেকার কোচ৷
ক্লাবের ইতিহাসে সোলজায়েরই প্রথম কোনো ম্যানেজার, যিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছিলেন৷ তবে গত রাতের আগে আক্ষরিক অর্থে তেমন বড় কোনও পরীক্ষায় বসতে হয়নি রেড ডেভিলসদের নতুন কোচকে৷ চারটি লিগের ম্যাচ ও একটি এফএ কাপের ম্যাচ সহ প্রথম পাঁচটি লড়াইয়ে তেমন বড়সড় প্রতিদ্বন্দ্বীর মুখে পড়তে হয়নি তাঁকে৷ অবশেষে ষষ্ঠ ম্যাচে সোলজায়েরকে বসতে হয় অগ্নিপরীক্ষায়৷ যদিও তাতেও সসম্মানে পাশ করে যান তিনি৷
প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটি (৫-১), হাডার্সফিল্ড (৩-১), বোর্নমাউথ (৪-১) ও নিউক্যাসলকে (২-০) তে হারানোর পর এফএ কাপের শেষ ম্যাচে রিডিংকে (২-০) গোলে পরাজিত করেছে সোলজায়েরের প্রশিক্ষণাধীন ম্যানচেস্টার ইউনাইটেড৷ এবার তাদের সামনে ছিল ফর্মে থাকা টটেনহ্যাম৷ যাদের সাথে শেষ সাক্ষাৎ ও কিনা খুব একটা সুখকর ছিলোনা ম্যানইউয়ের জন্য। টটেনহ্যামের কাছে ৩-০ গোলে হেরে বসেছিল হোসে মরিনহোর ম্যানইউ। সেই হ্যারি কেনদের তাদের ঘরের মাঠে ১-০ গোলে পরাস্ত করে টানা ছয় ম্যাচে জয় তুলে নিলো ওলে গানারের ম্যান ইউ৷ আর সোলজায়ের সৃষ্টি করে বসলেন এমন এক ইতিহাস যা ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসেই কোনো কোচ করে দেখতে পারেননি। টানা ছয় ম্যাচে জয়!
ম্যাচের একমাত্র তথা জয়সূচক গোলটি করেন মার্কাস রাশফোর্ড৷ তবে ম্যানচেস্টারের আসল নায়ক হলেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া৷ টটেনহ্যামের মুহূর্মুহূ আক্রমণ প্রতিহত করেন ইউনাইটেডের শেষ ডিফেন্স৷ কেন, ডেলে, আলিদের একের পর এক দুর্দান্ত সব আক্রমণ দারুণ ক্ষিপ্রতায় আটকে দেন ম্যানইউ গোলরক্ষক৷
টটেনহ্যাম গোলকিপার হুগো লরিসও বেশ কয়েকটা অনবদ্য পতন রোধ করেন৷ নাহলে জয়ের ব্যবধান বাড়িয়ে নিত ম্যানচেস্টার৷ দুই গোলকিপারের অনবদ্য পারফরম্যান্সের মাঝে ৪৪ মিনিটের মাথায় পগবার পাস থেকে নিখুঁত নিশানায় গোল করেন রশফোর্ড৷
এই জয়ের ফলে ম্যঞ্চেস্টার ইউনাইটেড পয়েন্ট তালিকায় আর্সেনালকে (২২ ম্যাচে ৪১ পয়েন্ট) ধরে ফেললেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় ছ’নম্বরেই রয়ে গিয়েছে৷ তবে চার নম্বরে থাকা চেলসির থেকে ব্যবধান কমিয়ে ৬ পয়েন্টে নিয়ে এসেছে তারা৷