শনিবার বিপিএল আসরে দিনের প্রথম খেলায় মাঠে নামছে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানস। এই ম্যাচে চিটাগং ভাইকিংস টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিট।
চলতি আসরে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হওয়া দুটি দলই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখেছে। চিটাগং ভাইকিংস মাত্র ৫ রানে হেরেছিল সিলেটের কাছে।
এদিকে শেষ ম্যাচে খুলনা মাত্র ১১৭ রানে রাজশাহীর কাছে অলআউট হয়ে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারে। দুই ম্যাচে ১টি জয় নিয়ে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে চিটাগং। তবে আসরে তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেছি খুলনা। তাই আজ তারা আসরের প্রথম জয়টি চিটাগংয়ের বিরুদ্ধে তুলে নিতে চাইবে।
খুলনা টাইটানসঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, মালান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম,জুনায়েদ সিদ্দিকি,জহুরুল ইসলাম অমি, শুভাশিষ রায়,ওইস, জহির খান, পল স্টারলিং।
চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।