14.9 C
New York
Saturday, September 23, 2023

Buy now

টসে জিতে ফিল্ডিংয়ে তামিমের কুমিল্লা

মাত্র তিনদিনের জন্য সোমবার মাঠে গড়াচ্ছে দ্বিতীয় দফা ঢাকা মিশন। এদিন দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।

আজকের ম্যাচে কুমিল্লার একাদশে কেনো পরিবর্তন আসেনি। খুলনার বিপক্ষে খেলা একাদশটিই আজ রাজশাহীর বিপক্ষে মাঠে নামাচ্ছে তারা। এদিকে গত ম্যাচে রাজশাহীর দ্বিতীয় উইকেটে নাফিজ ও মার্শাল আইয়ুব দলের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন দ্রুত মিরাজের বিদায়ের পর। আজ তাদের ব্যাটে নজর থাকবে রাজশাহী সমর্থকদের।

কুমিল্লা ও রাজশাহীর মধ্যকার দিনের প্রথম ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই দলের প্রথম দেখায় জিতেছিলো কুমিল্লা। কুমিল্লা রয়েছে ৩য় অবস্থানে। ছয় ম্যাচে চারটিতে জয় পেয়েছে তারা। আর ছয় ম্যাচে তিন জয় নিয়ে পঞ্চম স্থানে জায়গা রয়েছে রাজশাহীর। তাই আজকের ম্যাচে রাজশাহী জয় পেলে রংপুরকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে যাবে। আবার কুমিল্লা জয় পেলে তারা চিটাগংকে টপকে টেবিলের দুই নম্বর অবস্থানে চলে আসবে।

কুমিল্লা: ইমরুল কায়েস, এনামুল হক, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন, শামসুর রহমান, জিয়াউর রহমান, মাহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, এলএ ডোসন, শাহেদ আফ্রিদি, থিসারা পেরেরা

রাজশাহী: মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান আরাফাত সানি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, কাইয়াস আহমদ, জনকার, এলজে ইভান্স, কামরুল ইসলাম রাব্বি, আরএন টন ডোশচেট,মুস্তাফিজুর রহমান

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles