আজ মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল ৫ টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
কিছুক্ষন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া টসে জিতে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
রংপুর রাইডার্স সম্ভাব্য একাদশ: রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ।