বুধবার বিপিএল ষষ্ঠ আসরের ৩৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচে চিটাগং ভাইকিংস টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১.৩০ মিনিটে।
চলতি আসরে ঢাকা টানা চারটি ম্যাচ জিতে নিজেদের সামর্থের পরিচয় দিয়েছিল। তবে এর পরেই খেই হারিয়ে ফেলেছে তারা। শেষ তিনটি ম্যাচেই হারের মুখ দেখেছে তারা। বর্তমানে ৯ ম্যাচে ৫টি জয় পেয়েছে ঢাকা।
অন্যদিকে চিটাগংও চলতি আসরে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু ঘরের মাঠ চট্টগ্রামে এসে ছন্দ ধরে রাখতে পারেনি তারা। শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে মাত্র ১১৬ রান তুলতে পেরেছিলো চিটাগাং। তবে রংপুর মাত্র চার উইকেট হারিয়েই সহজ জয় তুলে নিয়েছিল তাদের বিরুদ্ধে। চলতি আসরে ১০ ম্যাচে ৬টি জয় পেয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা।