বেশ কিছু সময় ধরেই সুরেশ রয়না ভারতীয় জাতীয় দলে ধারাবাহিক ভাবে খেলছেন না।তাই তাকে জাতীয় দলের ধারাবাহিকতা আনার জন্য ঘরোয়া ক্রিকেট দলগুলোতে নিয়মিত পারফরমেন্স দেখাতে হচ্ছে।এরই ফলশ্রুতিতে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কুড়ি ওভারের ফরম্যাটে ৮০০০ রান করে রেকর্ড গড়লেন সুরেশ রয়না।সোমবার নয়াদিল্লিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছান তিনি।
পুদুচেরির বিরুদ্ধে উত্তরপ্রদেশের হয়ে তিন নম্বরে নেমে রয়না ১৮ বলে করলেন ১২। আর তাতেই টপকে গেলেন টি-টোয়েন্টি ফরম্যাটে ৮০০০ রানের গণ্ডি। তাঁর রান এখন ৮০০১। সার্বিক ভাবে, টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় রায়না এখন ছয়ে। তাঁর ঠিক পিছনেই রয়েছেন বিরাট কোহালি। ৭৮৩৩ রানে তালিকার সাতে আছেন ভারত অধিনায়ক।
এদিকে সব ধরণের টি-টিয়েন্টি মিলিয়ে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় এক নম্বরে ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল।ক্রিস গেইল ব্যাট হাতে করেছেন ১২ হাজার ২শত ৯৮ রান। এরপর দ্বিতীয় স্থানে আছেন কিউই তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। তার সংগ্রহ ৯,৯২২ রান। তিনে আছেন কায়রন পোলার্ড। তিনি করেছেন ৮,৮৩৮ রান।