শিরোনাম দেখেই হয়তো একটু খটকা লাগার কথা। যে টি টোয়েন্টির আগে আবার ওয়ানডে ম্যাচ শেষ হয় কিভাবে? কিন্তু এই অসম্ভব কাজটিই গতকাল বাংলাদেশ করেছে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে।গতকাল যে সময়ে মিরপুরে ত্রিদেশীয় সিরিজের একদিনের ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলংকা, ঠিক সেই সময়ে ইডেন পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে পাকিস্তান।১০০ ওভারের বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ শেষ হয় মাত্র ৩৫.৫ ওভারে।
এদিন শ্রীলংকার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা।শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ফলে ২৪ ওভার ব্যাট করে মাত্র ৮২ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন মাত্র দুইজন খেলোয়াড়।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয় শ্রীলংকা। ৭ ওভারে ১ মেডেন সহ ২১ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সুরাঙ্গা লাকমাল।
২৭ জানুয়ারি মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবার মুখোমুখি হবে এই দুই দল।