কিছুদিন আগেই দায়িত্ব পাওয়া সাকিব আল হাসানের ইনজুরিতে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল্লাহ। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে নেতৃত্ব দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। জাতীয় দলের অধিনায়কত্ব এবারই প্রথম তাঁর জন্য। তবে দলের দায়িত্বভার সামলানোর জন্য তিনি যে যথেষ্টই যোগ্য, সেটা বলার অপেক্ষা রাখে না।
কাকতালীয়ভাবে পাওয়া অধিনায়কত্ব নিয়ে আত্মবিশ্বাসী হলেও এভাবে নাকি দায়িত্ব পেতে চাননি মাহমুদউল্লাহ। আজ মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, সত্যি কথা বলতে কি, যেভাবে অধিনায়কত্ব পেয়েছি, সেভাবে পেতে চাইনি। সাকিব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাঁকে হারানো দলের জন্য বড় একটা ক্ষতি। তারপরও সবারই সুযোগ দলের জন্য ভালো কিছু করা। দলের সবাই বেশ উজ্জীবিত।
প্রায় ৯ বছরের টেস্ট ক্যারিয়ারে এখন অব্দি ৩৫ টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। ৬৬ ইনিংসে ব্যাট করে রিয়াদ করেছেন ১৯৩১ রান, গড়টা ৩০.১৭। ১৪ টি ফিফটির বিপরীতে সেঞ্চুরি মাত্র ১ টি। বল হাতে অফস্পিনে ৫১ ইনিংসে নিয়েছেন ৩৯ উইকেট। ইনিংসে পাঁচ উইকেটও আছে একবার।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস করতে নামবেন মাহমুদউল্লাহ। এবার অধিনায়ক হিসেবে তিনি কেমন করেন, সেটাই এখন দেখার বিষয়।
১ম টেস্টের জন্য বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাইম হাসান, তানবীর হায়দার, সানজামুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।