
ইনজুরির কারণে আহত সাকিব আল হাসানের অনুপস্থিতিতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট দলে ডাক পেলেন সানজামুল ইসলাম ও তানভীর হায়দার।
একদিকে তানভীর কে অলরাউন্ডার বলা গেলেও সানজামুল এর বোলিং লাইন ভালো। তারপরেও সানজামুল এর ব্যাটিং লাইন খারাপ না।
যদিও স্পিন এর ঘাটতি পূরণ করতেই এই দুই স্পিনারকে সাকিবের অবর্তমানে দলে টানা হয়েছে। তারপরেও প্রথম টেস্ট স্কোয়াডে আগে থেকেই আছেন দলের তিন ভরসাযোগ্য স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
সানজামুল এখন পর্যন্ত ট্রাই নেশন সিরিজের দুইটি ম্যাচ সহ তিনটি ওয়ানডে খেলেছেন আর অপরদিকে ২০১৬-১৭ মৌসুমে নিউজিল্যান্ড সিরিজে দুইটি ওয়ানডে খেলেছিলেন তানভীর। এই প্রথম তারা টেস্ট দলে ডাক পেলেন।
যদিও সাকিব আল হাসানের বিকল্প বাংলাদেশে এখনো তৈরী হয়নি, তারপরেও দেখা যাক কি আছে বাংলাদেশ দলের ভাগ্যে।
তানভীরের প্রথম শ্রেণির ম্যাচ বিবরণী :
ম্যাচ : ৬০
উইকেট : ২২৪
সেঞ্চুরি : ১
রান : ১,৭৪৪
সানজামুলের প্রথম শ্রেণির ম্যাচ বিবরণী :
ম্যাচ : ৫৮
উইকেট : ৯৭
রান : ২,৫৮৭
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (সম্ভাব্য অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম ও তানভীর হায়দার।