বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে একজন ইমরুল কায়েস। ওয়ানডেতে তার ব্যাটে রানের ধারাবাহিকতা থাকলেও টি-টোয়েন্টিতে চিত্রটা একেবারেই ভিন্ন। সেই চিত্রটাই যেন আবার দেখিয়ে দিলেন তিনি।
৫ জানুয়ারি বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লার হয়ে ব্যাট হাতে তিনি শূন্য রানেই ক্রিজ থেকে প্যাভিলনের পথ ধরেন। এতেই তিনি বিপিএলে তার লজ্জার একটি রেকর্ডকে আরো সমৃদ্ধ করলেন।বিপিএল ইতিহাসে শূন্য রানে আউট হওয়া বা ডাক মারার ইতিহাসে চলতি আসর শুরুর আগে থেকেই শীর্ষে ছিলেন ইমরুল। শনিবার নিজেই সেই লজ্জার রেকর্ডটিকে আরো সমৃদ্ধ করেছেন তিনি।
সিলেট সিক্সার্সের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার মাধ্যমে মোট ৯ বার ডাক মেরে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
এই তালিকার শীর্ষে থাকা ব্যাটসম্যানের মধ্যে ইমরুলের পরেই দ্বিতীয় স্থানে যৌথ ভাবে রয়েছেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। এ পর্যন্ত এই দুই ব্যাটসম্যান ৬ বার শূন্য রানে আউট হয়েছেন।
বিপিএলে ৫ বার ডাক মেরে তৃতীয় স্থানে থাকা ক্রিকেটারদের সংখ্যা চার জন। তারা যথাক্রমে মুশফিকুর রহিম, কেভিন কুপরা, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।