প্রোটিয়ার ওপেনার কাম উইকেটরক্ষক ভারতের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ এবং টি-২০ সিরিজে ইনজুরির শিকার হয়েছেন।
শনিবার সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে নেমে বাম হাতে ইনজুরিতে পড়েন তিনি। তাই তিনি আর বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। কারণ তার ইনজুরি কাটিয়ে উঠতে মাসখানেক সময় লাগবে।
তাই, কুইন্টন ডি ককের অবর্তমানে হেইনরিচ ক্লাসেন তার দায়িত্ব পালন করবেন। এদিকে, ভারতের বিপক্ষে চতুৰ্থ ওয়ানডেতে এবি ডি ভিলিয়ার্স তার ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। তবে, কতৃপক্ষ ডি ককের পরিবর্তে কে মাঠে নামবে তা এখনো চূড়ান্ত করেনি।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মেদ মুসাজি বলেন, ” ডি ককের ইনজুরি কাটিয়ে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে তার। দক্ষিণ আফ্রিকা দলের চিকিৎসক দল চেষ্টা করছে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাকে সারিয়ে তুলতে।”
ডি ককের আগেও ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসিস তাদের আঙুলের ইনজুরিতে পরে দলের হয়ে খেলতে পারে নি।
এতদিন পর্যন্ত ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৬ ম্যাচ ওয়ানডে সিরিজে ভারত ৩-০ তে এগিয়ে আছে।