গতবছর কুমিল্লার অধিনায়কের দায়িত্বে থাকলেও এ বছর স্মিথ আসার পর অধিনায়কত্বের গুরুদায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল তামিমকে। কেন তামিমকে বিপিএল ষষ্ঠ আসরে অধিনায়কের দায়িত্ব দেয়া হলোনা সে ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহ নিউজ মিডিয়াগুলোতে কম জল ঘোলা হয়নি। তবে এবার খেলা শেষ হওয়ার এতদিন পর এই ব্যপারে মুখ খুলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ সালাহউদ্দিন। তিনিই জানালেন তামিমকে অধিনায়তকত্ব থেকে বাদ দেওয়ার আসল কারণ।
এই ব্যাপারে সালাহউদ্দিন বলেন, ’এখানে অবশ্যই কিছু সমস্যা ছিলো যেগুলো নিঃসন্দেহে একটি দলের মনোবল ভাঙ্গার জন্য যথেষ্ট। গত ছয়-সাত মাস ধরে আমি এবং তামিম আমাদের স্কোয়াড নির্বাচন করার জন্য পরিকল্পনা করেছি। তামিমই স্টিভ স্মিথের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে সাহায্য করেছে।’
তিনি আরো বলেন, ’সকলেই জানতাম যে তামিম আমাদের অধিনায়ক এবং সেই অনুযায়ীই আমরা পরিকল্পনা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে স্মিথের এজেন্টের কাছ থেকে জানতে পারে যে তামিম নয় স্মিথ আমাদের অধিনায়ক হয়েছেন এবং এটি তামিমের জন্য বড় ধাক্কা ছিলো।’