13.8 C
New York
Monday, March 27, 2023

Buy now

তামিমের চোখে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ইতিবাচক দিক

বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে। ক্রিকেটবোদ্ধারা মনে করেন এই সিরিজ ইংল্যান্ডের কন্ডিশনে খাপ খাইয়ে নিতে ক্রিকেটারদের সুযোগ করে দেবে। তামিম ইকবালও এই সফরের ইতিবাচক দিকই দেখছেন বেশি,তবে এই সিরিজের একটি খারাপ প্রভাবও পড়তে পারে দলে।। যে জন্য বিশ্বকাপে দলকে ভুগতে হতে পারে বলে ও মনে করনে।

আজ শের-ই-বাংলায় তামিম সাংবাদিকদের বলেন, ‘নেগেটিভ যদি ধরতে হয়, তাহলে একটিই নেগেটিভ দিক আছে। সেটি হলো, আয়ারল্যান্ড সিরিজের কারণে দেড় মাসের মধ্যে ১৩-১৪টি ম্যাচ খেলতে হবে আমাদের। এটি ছাড়া আর নেগেটিভ কিছু দেখি না। ওই সব কন্ডিশনে আমরা খেলার সুযোগ বেশি পাই না। সেদিক থেকে এটি ভালো সুযোগ।’

বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের বাইরে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাড়তি আরও দুজন ক্রিকেটার নিয়ে যাচ্ছে বাংলাদেশ, ইয়াসির আলি ও নাঈম হাসান। তাদেরকে পরখ করে দেখা হতে পারে ত্রিদেশীয় টুর্নামেন্টে। ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগও আছে। আয়ারল্যান্ড সিরিজের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হতে পারে সেদিক থেকেও। এছাড়া এই সিরিজে ক্লান্তির পাশাপাশি আয়ারল্যান্ডের আবহাওয়ায় মানিয়ে নেওয়া ইংল্যান্ডের চেয়ে তুলনামূলক বেশি কঠিন হবে বলে মনে করেন তামিম। তবে এই সমস্যার একটা সমাধানও আছে তার কাছে।

ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে ম্যাচে নামালে ক্লান্তি পেয়ে বসবে না বলেই মত দেশসেরা ওপেনারের, ‘আমার কাছে মনে হয়, গুরুত্বপূর্ণ হবে যখন যার বিশ্রাম দরকার হয়, তাকে বিরতি দেওয়া। কারণ বিশ্বকাপে আমরা বিশ্রাম নেওয়ার বিলাসিতা দেখাতে পারি না। আয়ারল্যান্ড সিরিজে তাই আমাদের সুযোগ থাকবে একজন-দুজন করে বিশ্রাম দিয়ে, যাদের বাজিয়ে দেখা দরকার তাদেরকে সুযোগ দেওয়ার। তাতে সবাই তরতাজাও থাকবে।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles