16.8 C
New York
Saturday, September 23, 2023

Buy now

দুইটি সেঞ্চুরিতে শচীন-শেওয়াগকে টপকাবেন কোহলি

এখন বিরাট কোহলি ব্যাট করতে নামলেই হাতছানি থাকে কোনও না কোনও রেকর্ডের। গত কয়েক বছর ধরে অসাধারণ ফর্মে রয়েছেন তিনি। ভেঙেছেন বেশ কিছু রেকর্ড। সেই ধারা মেনে কিউইদের দেশেও রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারত অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে বীরেন্দ্র শেওয়াগের জোড়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন কোহলি। ‘ব্ল্যাক ক্যাপস’দের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে শেওয়াগের। তিনি করেছিলেন ছয় সেঞ্চুরি। কোহলি এখনও পর্যন্ত করেছেন পাঁচ সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারেরও রয়েছে পাঁচ সেঞ্চুরি। এই মুহূর্তে শচীন ও কোহলি যুগ্ম ভাবে রয়েছেন দুই নম্বরে। আর এক সেঞ্চুরিতে শেওয়াগকে স্পর্শ করবেন কোহলি। আর দুটো সেঞ্চুরিকে বীরুকে টপকে যাবেন তিনি।

একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান রয়েছে শচীনের (১৭৫০)। তালিকায় দুইয়ে রয়েছেন শেওয়াগ। ২৩ ইনিংসে বীরুর রয়েছে ১১৫৭ রান। ১৯ ইনিংসে কোহলি আবার করে ফেলেছেন ১১৫৪ রান। আর চার রান হলেই কিউইদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতীয়দের হয়ে সবচেয়ে বেশি রানের তালিকায় দুইয়ে চলে আসবেন কোহলি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটদের পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে বুধবার৷ প্রথম ম্যাচ নেপিয়ারের ম্যাকলিন পার্কে৷ পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ছাড়াও তিনটি টি-২০ ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু’৷ সদ্য বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে কিউইদের বিরুদ্ধে মাঠে নামছে বিরাট বাহিনী৷

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles