শনিবার বিপিএলে রাতের ম্যাচে ইয়াসির আলী ও মুশফিকের ফিফটিতে রানের পাহাড় গড়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারীত ওভার শেষে খুলনার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে তারা ২১৪ রান করেছে। খুলনা টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুতেই তারা চিটাগংয়ের ওপেনার ডেলপোর্টের উইকেট তুলে নেয়। তবে অন্য ওপেনার শেহেজাদ ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি ১৭ বল থেকে ৩৩ রান নিয়ে পাওয়ার প্লের শেষ বলে তাইজুলের বলে আউট হন। প্রথম ছয় ওভারে চিটাগং তোলে ৫৬ রান।
তৃতীয় উইকেটে ইয়াসির ও মুশফিক দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। ৫০ বলে তাদের দুজনের ৮৩ রানের জুটি দলকে বড় রানের ভীত গড়ে দেয়। দলীয় ১৩৯ রানের সময় ৩৬ বল থেকে ৫৪ রানে প্যাভিলনে ফেরত যান ইয়াসির। চতুর্থ উইকেটে মুশফিককে সঙ্গ দেন শানাকা। তবে নিজের অর্ধশতক পূরণ করার পর ডেভিড ওয়ােইসের দ্বিতীয় শিকারে পরিণত হন মুশফিক। ৩৩ বল থেকে ৫২ রান করেন তিনি। এ সময় চিটাগংয়ের স্কোর ছিল ১৭.৪ ওভারে ১৭০/৪।
তবে ইনিংসের শেষ ১৪ বলে একা হাতেই ঝড় তুলেন শানাকা। তিনি এদিন ১৭ বল থেকে ৪২ রান নিয়ে অপরাজিত থাকেন। অপর প্রান্তে থাকা নবিবুল্লাহ ৫ বল থেকে ১৬ রানে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ ওভারেই চিটাগং তোলে ২৩ রান। এতে করে চলতি আসরে দলীয় সর্বোচ্চ ২১৪ রান তোলে চিটাগং। তবে বিপিএল ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০১৭ সালে ঢাকা সর্বোচ্চ ২১৭ রান করেছিল।
খুলনার হয়ে ওয়াইস ছাড়া কোনা বোলারই দাড়াতে পারেনি চিটাগংয়ের সামনে। ওয়াইস ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। শারিফুল ৪৭ রান দিয়ে নেন ১টি উইকেট। ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১টি উইকেট নেন তাইজুল।