শনিবার রাতে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা শেষ হয়েছে। এর মধ্যে চিটাগং বাদে সব দলই ৬টি বা তার বেশি ম্যাচ খেলে ফেলেছে। ঢাকা পর্বে দেশি ক্রিকেটাররা রান না পেলেও সিলেট পর্বে তারা রান খড়া থেকে বেরিয়ে আসতে পেরেছে। তবে বরাবরের মতো বোলিং-এ এখনো দাপট দেখাচ্ছেন দেশি ক্রিকেটাররাই।
আসুন দেখে নিই ঢাকা ও সিলেট পর্ব শেষে বোলিং তালিকায় শীর্ষে কোন কোন বোলার….
ব্যাট হতে বিদেশীরা সেরা হলেও বল হাতে রাজত্বটা বাংলাদেশী বোলারদের। ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাওয়াচ্ছেন লোকাল বোলাররা। ব্যাটিংয়ের থেকে বোলিংয়ে দেখা যাচ্ছে উল্টো চিত্র। সেরা পাঁচ জন্যের মধ্যে একজন মাত্র বিদেশী।
৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সবার আগে স্পিডস্টার তাসকিন আহমেদ। তার ইকোনমি রেট ৮.৮৭। তাসকিনের পরেই ২য় অবস্থানে থাকা শফিউল ইসলাম ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। তার বোলিং ইকোনমি রেট ৮.২৩।
তৃতীয় স্থানে রয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফির বিন মর্তুজা। সাতটি ম্যাচে ৬.৯৬ ইকোনমি রেটে ১২ টি উইকেট নিয়েছেন তিনি। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে ৪ নাম্বারে আছেন সাকিব আল হাসান। ইকোনমি রেট ৭.৬৬।
তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন একজন বিদেশি ক্রিকেটার। চিটাগং ভাইকিংসের রবি ফ্রাইলিংক ৪ ম্যাচে ৭.৫৬ ইকোনমিরেটে ৯টি উইকেট নিয়েছেন রবি।