শনিবার রাতে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা শেষ হয়েছে। এর মধ্যে চিটাগং বাদে সব দলই ৬টি বা তার বেশি ম্যাচ খেলে ফেলেছে। ঢাকা পর্বে দেশি ক্রিকেটাররা রান না পেলেও সিলেট পর্বে তারা রান খড়া থেকে বেরিয়ে আসতে পেরেছে। তবে বরাবরের মতো বোলিং ডিপার্টমেন্টে এখনো দাপট দেখাচ্ছেন দেশি ক্রিকেটাররাই।
আসুন জেনে নিই দুই পর্ব শেষে ব্যাটসম্যান তালিকায় শীর্ষে কারা
৭ ম্যাচে ৭ ইনিংসে ব্যাটিং করে ৩৪৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় সবার আগে রংপুরের আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। তার পরেই ২য় অবস্থানে রয়েছেন সাত ম্যাচে ৪৮ গড়ে ২৪৪ রান করা নিকোলাস পুরান।
তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিন ওয়ার্নার ৭ ম্যাচে ২২৩ রান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন। তালিকায় চতুর্থ স্থানে থাকা বাংলাদেশি ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকি ৭ ম্যাচে ২০৩ রান করেছেন।
জুনায়েদের পরেই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। চিটাগংয়ের এই ব্যাটসম্যান ৫ ম্যাচ খেলে ১৯১ রান করেছেন। সাত ম্যাচে ১৫১ রান করে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ব্যাট হাতে বিদেশী ব্যাটসম্যানরা সেরা হলেও এক ইনিংসে সর্বোচ্চ রান করার তালিকায় সবার উপরে সাব্বির রহমান রুম্মান। রংপুরের বিপক্ষে তিনি খেলেন ৮৫ রানের নান্দনিক এক ইনিংস। ঢাকার বিপক্ষে ৮৩ রান করে এই তালিকায় ২য় অবস্থানে রাইলি রুসো।