বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কারণ, আগামীকাল ভোরে টেস্ট ক্রিকেটের সেকেন্ড ইন কমান্ডদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে তারা। সাকিব মুশফিকহীন ভঙ্গুর বাংলাদেশ দল আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর চারটায় প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল।
মাঠে নামার আগে নিউজিল্যান্ড দল থাকবে অনেক বেশি স্বতঃস্ফূর্ত। কারণ সম্প্রতি কিউইরা পেয়েছে দারুণ এক সুখবর। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে শ্রীলংকা দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করায় টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বর থেকে ৩ নম্বরে নেমে গেছে প্রোটিয়ারা। আর নিউজিল্যান্ড চলে এসেছে র্যাঙ্কিংয়ের ২ নম্বর স্থানে।
টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপও অসাধারণ। তাছাড় আরো একদিক দিয়ে এগিয়ে আছে তারা; আর তা হলো, বাংলাদেশের বিপক্ষে যে মাঠে খেলতে নামছে নিউজিল্যান্ড সে মাঠে শেষ তিনটি টেস্টের দুটিতেই জিতেছে তারা।
আসুন এক নজরে দেখেনিই বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সম্ভাব্য টেস্ট একাদশঃ
১. জিত রাভাল, ২. টম লাথাম, ৩. ওয়াটলিন, ৪. কেন উইলিয়ামসন, ৫. রস টেলর, ৬. হেনরি নিকোলস, ৭. কলিন গ্রান্দেহোম, ৮. টড অ্যাস্টল, ৯. টিম সাউদি, ১০. নেইল ওয়াগনার, ১১. ট্রেন্ট বোল্ট