বাংলাদেশে মঙ্গলবার রাত শেষ হয়ে সকাল হতেই সুদূর নিউজিল্যান্ডের নেপিয়ারে ব্যাট-বলের লড়াইয়ে নেমে পড়বে বাংলাদেশ নেউজিল্যান্ড ক্রিকেট দল। প্রায় চল্লিশ দিনের নিউজিল্যান্ডের সাথে প্রথমে ৩টি ওয়ানডে ও পরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ শেষবার ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টের হোম সিরিজ খেলেছিল। এতদিন পর এই প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের ভৌগোলিক অবস্থানের কারণে সময়ের পার্থক্য সাত ঘণ্টা।
আর সে কারণেই নিউজিল্যান্ডে ওয়ানডে বা টেস্ট সিরিজ হলেই দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের সমস্যায় পড়তে হয়। তবে বাংলাদেশি ক্রিকেট প্রিয় মানুষগুলোর রাত জেগে ম্যাচ দেখায় আগ্রহের কমতি নেই। এজন্য সিরিজের সঠিক ও পূর্ণাঙ্গ সূচি জানা থাকলে কোনো বিড়ম্বনায় পড়তে হয় না।
চলুন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ড সফরের পূর্ণাঙ্গ সময়সূচি (বাংলাদেশ সময়):
ওয়ানডে সিরিজ
~~~~~
১৩ ফেব্রুয়ারি – ১ম ওয়ানডে, সকাল ৭টা, নেপিয়ার
১৬ ফেব্রুয়ারি – ২য় ওয়ানডে, ভোর ৪টা, ক্রাইস্টচার্চ
২০ ফেব্রুয়ারি – ৩য় ওয়ানডে, ভোর ৪টা, ডানেডিন
টেস্ট সিরিজ
~~~
২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ – ১ম টেস্ট, ভোর ৪টা, হ্যামিল্টন
৮ মার্চ-১২ মার্চ – ২য় টেস্ট, ভোর ৪টা, ওয়েলিংটন
১৬ মার্চ-২০ মার্চ – ৩য় টেস্ট, ভোর ৪টা, ক্রাইস্টচার্চ
সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল নাইন’, গাজী টিভি, বিটিভি।