ঢাকা ও কুমিল্লার ফাইনাল ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা নামতে যাচ্ছে। এই আসরের বিজয়ী দল একটি ঝা চকচকে ট্রফির সঙ্গে জিতে নেবে মোটা অঙ্কের প্রাইজমানি।
ষষ্ঠ আসরের বিপিএল ফাইনালিষ্ট কুমিল্লা মাশরাফির নেতৃত্বে ২০১৫ সালে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নিয়েছিল। আর ঢাকা ২০১৬ সালে তৃতীয়বারের মিতো শিরোপার দেখা পায়।
এদিকে বিপিএল ফাইনালকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। সঠিক জানা না গেলেও ধারণা করা হচ্ছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে সঙ্গে নিয়ে শিরোপা জয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেবেন তিনি। চলুন দেখে নেওয়া যাক বিপিএল ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন ও রানরআপ দলের জন্য কত টাকা প্রাইজমানি থাকছে।
বিপিএল ৬ এর প্রাইজমানির তালিকাঃ
চ্যাম্পিয়ন দলঃ ২ কোটি টাকা
রানার্স আপ দলঃ ৭৫ লাখ টাকা
ফাইনাল সেরা পাবেনঃ ১ লাখ ৬৭ হাজার টাকা
টুর্নামেন্ট সেরা পাবেনঃ ৪ লাখ ১৯ হাজার টাকা