দ্বিপাক্ষীক সিরিজে দেশের হয়ে সবশেষ ওয়ানডেটা খেলে ফেললেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। শনিবার রাতে তিনি ২৭ বল থেকে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এর মাঝেই তিনি নতুন আরো একটি রেকর্ড গড়লেন।
শনিবার পঞ্চম ওয়ানডেতে ১১৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১১৬ রান তাড়া করতে ব্যাট হাতে ইংলিশ বোলারদের উপর চড়াও হন গেইল। মাত্র ১৯ বল থেকেই এদিন তিনি হাফ সেঞ্চুরির তুলে নেন। দেশের হয়ে এটিই ক্যারিবীয় কোনো ব্যাটসম্যানের দ্রুততম অর্ধশতক। এর আগে ২০১০ সালে অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে অর্ধশতক করে রেকর্ড গড়েছিলেন ড্যারেন স্যামি।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে একাধিক রেকর্ডের মালিক হয়েছেন ক্রিস গেইল। সিরিজের চতুর্থ ওয়ানডেতেই এক সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছিলেন। এবার সেটিকে নিয়ে গেলেন আরো বেশ খানিকটা দূরে। এই সিরিজে সর্বমোট ৩৯টি ছক্কা হাঁকান তিনি। এর আগে ছয় ম্যাচের সিরিজে রোহিত শর্মার ২৩টি ছক্কা ছিল আগের রেকর্ড।
গেইল পাঁচ ম্যাচের সিরিজে স্কোর গুলো যথাক্রমে ১৩৫, ৫০. ১৬২ ও ৭৭। ব্যাটিং এভারেজ ১০৬।