ক্রাইস্টচার্চের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে শেষ পর্যন্ত নিরাপদেই দেশে ফিরল বাংলাদেশ দল। রাত ১০টা ৪২ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেটার, কোচিং স্টাফ সহ দেশে ফিরেছেন মোট ১৯ জন।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত হয় ৪৯ জন। হ্যাগলি ওভালের খুব কাছের নূর মসজিদেই ঘটেছে হতাহতের সবচেয়ে বড় ঘটনাটি। যেখানে জুম্মার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ দলেরও। মিনিট পাঁচেকের জন্য হামলার শিকার হওয়া থেকে বেঁচে যান তামিম-মুশফিকরা।
এই হামলার পর দ্রুতই শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের শেষটি বাতিল করা হয়। এরপর শনিবার নিউজিল্যান্ড স্থানীয় সময় ১২ টায় সিঙ্গাপুর বিমানের একটি ফ্লাইট ধরে দেশের পথে রওনা দেন ক্রিকেটাররা।