পুরান ঢাকার চকবাজারের পাঁচটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রধাণমন্ত্রী ও রাস্ত্রপতিসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। এবার ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সেই সঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বৃহস্পতিবার রাতে মাশরাফী তার ফেসবুক পোস্টে লিখেন, ‘চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। হতাহতদের জন্য প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জানি, তাদের পরিবারের জন্য কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। আল্লাহ তাদের এই শোক সইবার শক্তি দিন।’
উদ্ধার কাজে নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, ‘ফায়ার সার্ভিস ও অন্য যারা জীবন বাজি রেখে উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, তারা অবশ্যই ধন্যবাদের আশায় কিছু করেননি, তবু তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, মাশরাফির আগে রুবেল হোসেন, তামিম ইকবাল, মুমিনুল হক, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমানরা তাদের নিজ নিজ ফেসবুক পাতায় এ ঘটনার শোক প্রকাশ করেন।