যত দিন যাচ্ছে ফুটবলের জনপ্রিয়তা ততই বাড়ছে। আর এটা শুধু চার বছর পরপর হওয়া বিশ্বকাপের জন্য নয়। এই জনপ্রিয়তার মূলে রয়েছে অধিকাংশই লীগের খেলাগুলো। ৯০ মিনিটের শ্বাসরুদ্ধকর এক একটা ম্যাচে দর্শকের হৃদয়ের স্পন্দন যেন তার কানে ঘন্টার মতো বাজে।
সম্প্রতি বার্সেলোনা ছেড়েছেন নেইমার। আর তাই নেইমারের হঠাৎ প্রস্থান বার্সা সহজে মেনে নিতে পারেনি। যদিও নেইমারবিহীন বার্সা এই মৌসুমটা দাপটের সাথেই খেলছে। আবার অন্যদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও কম কিসে? নতুন দল নিয়ে তিনি তার পারফর্মান্সটাকে আরো ঝালিয়ে নিচ্ছেন। গোল করা আর করানোয় এক অবিশ্বাস নৈপুণ্যতা দেখাচ্ছেন।
তবে যত যাই হোক, নেইমারের বার্সেলোনা ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা বার্সার পক্ষে এখনো অগ্রহণযোগ্য। আর তাই বার্সেলোনার সহসভাপতি বলেছেন, দলবদল নিয়ে নেইমার তাঁদের সঙ্গে ‘ইঁদুর-বিড়াল’ খেলেছেন।
জুলাই মাসের শুরু থেকেই শোনা যাচ্ছিলো নেইমার আর বার্সাতে থাকছেন না। কিন্তু এই ব্যাপার নিয়ে নেইমার কোনো কথাই বলে নি। আবার তার মধ্যে প্রাক-মৌসুমের যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচের সফরে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সবার আশা আরো বাড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু অগাস্ট মাস আসতে না আসতেই নেইমার মুখ খুললো তিনি আর বার্সেলোনায় থাকবেন না। আর সেটা শুনে বার্সার টনক নড়লো। আর তা নিয়ে ক্লাবটির তৃতীয় সহসভাপতি জর্ডি মেস্ত্রে বলেন “‘আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, পুরো সফরে নেইমার ও তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি এবং আলোচনাগুলো অর্থবহ ছিল।’
কিন্তু নেইমারের দাবি নতুন চুক্তিতে একটি শর্ত ছিল, আর তা হলো ৩১ জুলাই অব্দি বার্সায় থেকে গেলে ৩০ মিলিয়ন ইউরো বোনাস পাবেন নেইমার। অথচ বার্সেলোনা নাকি সেই বোনাস দেয় নি। মেস্ত্রের ভাষায়, ‘সে আমাদের সঙ্গে “ইঁদুর-বিড়াল” খেলেছে। আমরা আগেই বুঝেছি কী হতে যাচ্ছে এবং এ কারণেই ওকে চুক্তি নবায়নের বোনাস দিইনি। এটা তো পরিষ্কার বোঝা গেছে, দলের সেরা খেলোয়াড় হতেই সে ক্যাম্প ন্যু ছেড়ে পার্ক দ্য প্রিন্সেসে গিয়েছে। সে জানত, মেসি বার্সেলোনায় থাকলে বিশ্বসেরা হতে পারবে না। সে-ও সেটাই বলেছে।’
এদিকে বার্সা ছেড়ে পিএসজিতে যোগদানের সময়ও ৩০ মিলিয়ন বোনাসের কথা নেইমারের মুখ থেকে তেমন জোরাল ভাবে শোনা যায়নি। তবে জানুয়ারির শেষের দিকে এই বোনাস নিয়ে আবারো মুখ খুলেছেন নেইমার। কিন্তু বার্সেলোনার আগ্রহ নেই তাঁকে পুরস্কৃত করার। আর তাই মেস্ত্রে সরাসরি ভাবে ই নাকোচ করে দিয়ে বলেছ, ‘নৈতিকভাবে ও এটা দাবি করতে পারে না, কারণ সে তো থাকেনি। ওকে যদি কিছু শর্ত ধরিয়ে দেওয়া হতো, তখন নিশ্চয় সেগুলো পূরণ করতে হতো!’