পঞ্চমবারের মতো সেঞ্চুরি করলেন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। মাত্র ৯৬ বলে নতুন সেঞ্চুরির খাতায় নাম লেখান নবীন এই খেলোয়াড়। তার সঙ্গী মুশফিকুর রহিম অপরাজিত ৭৩ রানে। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩১৭ রান। মুশফিক-মুমিনুলের তৃতীয় উইকেট জুটি ২০১ রান ছাড়িয়েছে।
প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইমরুল ও মুমিনুল। ৭৫ বলে ৪ বাউন্ডারিতে ৪০ রান করা ইমরুল কায়েস সান্দাকানের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর দলের হাল ধরেছেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। দ্রুত ঘুরছে রানের চাকা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়া অধিনায়ক সাকিব আল হাসানকে এই টেস্টে পাচ্ছে না বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের। এই টেস্টে প্রথমবারের মত জাতীয় দলের নেতৃত্বভার পেয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ডাক পেয়েও একাদশে স্থান পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। চোখের সমস্যার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও একাদশে এসেছেন।