এইতো কিছুদিন আগে এমসিসির সর্বশেষ সভায় বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট নিয়ে অশনিসংকেত দিয়েছিলেন। সাকিব প্রশ্ন তুলেছিলেন, ক্রিকেট যতই আধুনিক হচ্ছে টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য কি দিন দিন ততটাই কমে যাচ্ছে না! এবং তিনি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের প্রতি অনীহার কথা উল্লেখ করেছিলেন তখন।
সাকিবের কথায় সায় দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংও। এবার ইংলিশ ক্রিকেটার ইয়ন মরগানও সাকিবের কণ্ঠে সুর মিলিয়েছেন। সাকিবের মতো টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক মরগান।
মরগান সম্প্রতি বলেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে বেশ কিছুদিন ধরেই শঙ্কার কারণ দেখা দিয়েছে। এটা নিয়ে যদি কিছু করার থাকত, তা এত দিনে করে ফেলাই উচিত ছিল। টেস্ট ক্রিকেট নিয়ে এখন নানা রকম ভাবনা ও উদ্যোগ চলছে।’
যখন থেকে টি-২০ ফরম্যাট উদ্ভাবন হয়েছে তখন থেকে ক্রিকেটে গ্ল্যামারের আবির্ভাব ঘটেছে আর সে কারণেই ক্রিকেট এখন হয়ে উঠেছে বিলাসী খেলা।
ইংলিশ অধিনায়ক এই বিষয়টির দিকে ইঙ্গিত করে বলেন, ‘সত্যিটা হলো, বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কাছে টেস্ট ক্রিকেট এখন বিলাসিতা। আর অন্য দেশগুলো তো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।’
এর আগে গত এমসিসির সভায় বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান প্রথমবারের মতো যোগদানের করে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।
তিনি বলেছিলেন ‘বাংলাদেশের অসংখ্য তরুণ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে আর তাদের লক্ষ্য হিসেবে দেখেন না। টেস্টের তুলনায় টি-টোয়েন্টি থেকে বেশি আয়ের সুযোগ থাকাই এর কারণ।’
সাকিবের অভিমতে একমত হয়ে রিকি পন্টিং বলেছিলেন, ‘সাকিব উদাহরণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে অনেক দিন ধরে চলে আসা কিছু সমস্যা আর ঘটনার কথা বলেছে। সে এও বলেছে, টাকা কোথায় যায় সেটা আইসিসিকে নিয়ন্ত্রণ করতে হবে। সে জানে, বিশাল অঙ্কের টাকা হয়তো সঠিক জায়গাতেই যাচ্ছে, কিন্তু খেলোয়াড়দের কাছে যেভাবে যাওয়া উচিত, সেভাবে নয়।’