10.6 C
New York
Friday, April 26, 2024

Buy now

পরিকল্পনার বাস্তবায়ন মাঠে ঘটাতে আহবান সাঙ্গাকারার

প্রথম আসরে শিরোপা জয়, মাঝে ফিক্সিং কান্ডে আসর থেকেও দুই বছর বিতাড়িত। সবমিলিয়ে মিশ্র অনুভূতি সম্পন্ন দল রাজস্থান রয়্যালসের বর্তমান প্রধানশিক্ষক কুমার সাঙ্গাকারা এবারের দল নিয়ে বেশ আশাবাদী, তবে বাস্তবতা স্মরণ করিয়ে দলের ক্রিকটারদের আগাম সতর্কবার্তাও দিয়ে রেখেছেন তিনি।

“নিলামে আমরা আমাদের পরিকল্পনামাফিক দল গোছাতে অনেকটা সক্ষম হয়েছি। দুইজন সেরা স্পিনার, চাহাল ও অশ্বিন আছে। দেশি ক্রিকেটাররা যারা আছে তারাও প্রতিভাবান। পেস বোলিং ইউনিট সাথে ব্যাটিংয়েও গভীরতা বিদ্যমান। তবে সফল হতে গেলে ম্যাচের দিন সকল পরিকল্পনার সঠিক বাস্তবায়ন মাঠেই ঘটাতে হবে, না হলে সবটা পন্ডশ্রম।”

আরও পড়ুন: সাকিব খেললে, এক্সট্রা কেউ সুযোগ পায়

রয়্যালসের ডেরায় এবারে দ্বিতীয়বার নিজ দায়িত্ব পালন করবেন লঙ্কান লিজেন্ড। নিজের কাজ নিয়ে তিনি বেশ পরিস্কার এবং আগ্রহী। সেরাটা দিয়েই দলকে এগিয়ে নিতে চান ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের এই পরামর্শক। পেছনের দিন ভুলে নয়া পন্থায়, নতুন দিগন্তের সূচনায় চোখ তার।

“গেলবার আমরা আসরে খেই হারিয়েছিলাম, তার একাধিক কারণ রয়েছে। তবে ওটা এখন অতীত। নতুন উদ্যমে এগিয়ে যেতে চায়, ভালো কিছু করে দেখাতে হবে। দলটাও ভারসাম্যপূর্ণ, ছেলেরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আছে। মালিঙ্গা কোচিং স্টাফে যোগ দেওয়ায় আবহ বদলে গেছে, ওর জ্ঞান আমাদের রসদ হবে।”

বিডি স্পোর্টস নিউজ/বিপ্রতীপ দাস

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles