শুক্রবার ধেনির শহর রাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে ভারত। এখানে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট স্টেডিয়ামের সংস্থার কর্তারা ধোনির নামে একটি প্যাভিলিয়নের নামকরণ করেছেন। যেটি ধোনিকে দিয়েই উদ্ধোধনের পরিকল্পনা করেছিলেন তারা। তবে নিজের নামের প্যাভিলিয়ন উদ্বোধন করতে অস্বীকৃতি জানিয়েছেন ধোনি।
ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস চক্রবর্তী জানান, “গত বছর আমাদের বার্ষিক সাধারণ সভাতেই সিদ্ধান্ত হয়েছিল যে, মিডিয়া এনক্লোজার আর ভিআইপি বক্স সম্বলিত নর্থ ব্লক স্ট্যান্ডের নামকরণ করা হবে ধোনির নামে। আমরা ওকেই অনুরোধ করেছিলাম প্যাভিলিয়নটির উদ্বোধন করা জন্য। কিন্তু বিনয়ী ধোনি বলেন, নিজের ঘরে কী আর উদ্বোধন করবে।
ধোনি ভাষ্য মতে, ” দাদা আমি তো এই স্টেডিয়ামের একজন। ঘরের ছেলে নিজের ঘরেই উদ্বোধন করবে?”
তবে ঘরের মাঠে ক্যারিয়ারের এটাই কি ধোনির শেষ ম্যাচ, জল্পনা তুঙ্গে। তেমনই শুক্রবার ঘরের মাঠে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মাহি। রাঁচিতে আর ৩৩ রান করতে পারলেই ১৭,০০০ রান পূর্ণ করে ফেলবেন এমএসডি।