সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।আজ রাত ২ টায় প্রথম ম্যাচ সিরিজটি অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে ইংল্যান্ড-উইন্ডিজ। সেই সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল। এদিকে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যেতে আজ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংলিশরা জয় পেয়েছে চার ম্যাচে। আর ১১ ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
দলের নেতৃত্বে আছেন জেসন হোল্ডার। দলে দেখা যাবে গেইল-হেটম্যায়ার ও ব্রাভোর মতো তারকাদের। অন্যদিকে ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে নেই দলের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
উইন্ডিজ সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, জন ক্যাম্পেবল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটম্যায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু, শেলডন কাটরেল, ওশানে থমাস।