শনিবার রাতে পিছিয়ে পড়েও লিভারপুল ৪-৩ গোলে জিতল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। ম্যাচে জোড়া গোল পেয়েছেন মোহম্মদ সালাহ।
অ্যানফিল্ডে সাত গোলের থ্রিলার দেখা গেলেও প্রধমার্ধে সালাহদেরই প্রাধান্য ছিল। যদিও ৩৪ মিনিটে অ্যান্দ্রোস টাউন্সেডের গোলে ১-০ তে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সালাহ ১-১ করেন। সাত মিনিটের মধ্যে ২-১ হয় রবের্তো ফির্মিনোর গোলে। প্যালেস হাল ছাড়তে চায়নি। লিভারপুলের ডিফেন্সের দুর্বলতার সুযোগে কর্নার থেকে হেডে ২-২ সমতা করে দেন জেমস টমকিনস। ৭৫ মিনিটে আবার ক্রিস্টালের গোলরক্ষক জুলিয়েন স্পেরনি মারাত্মক ভুল করেন। সহজে ৩-২ করেন সালাহ।
সংযুক্ত সময়ে ৪-২ করেন সাদিয়ো মানে। তার আগে লিভারপুলের ডিফেন্ডার জেমস মিলনারকে ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখার কারণে লাল কার্ড পেয়ে ম্যাথ থেকে বেরিয়ে যেতে হয়। লিভারপুল তাদের ডিফেন্স নিয়ে সমস্যায় আছেই। প্রধান কারণ হলো তাদের দলের বেশ কয়েক জন ডিফেন্ডারের চোট। তার উপর মিলনারের ঘটনায় উদ্বেগ বাড়বেই ইয়ুর্গেন ক্লপের। যে কারণে সংযুক্ত সময়ের পঞ্চম মিনিটে ম্যাক্স মায়ারের পা থেকে ক্রিস্টাল একটি সান্ত্বনা গোলও পেয়ে যায়।
জয় পেয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানসিটির সঙ্গে ব্যবধান সাত বাড়িয়ে নিয়েছে লিভারপুল। ২৩ ম্যাচে ৬০ পয়েন্ট ইয়ুর্গেন ক্লপের দলের। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৫৩। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান ম্যানইউ-এর।