দক্ষিণ কোরিয়ার চুং হিউনের অবিস্মরণীয় যাত্রা থামিয়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন রেকর্ড ১৯ বার গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার।
দক্ষিণ কোরিয়ার চুং হিউনের অবিস্মরণীয় যাত্রাও থামলো রোজার ফেদেরার এর এই জয়ের পর। অবিস্মরণীয় বলার প্রধান কারণ হলো ২১ বছর বয়সী চুং হিউন দক্ষিণ কোরিয়ার প্রথম কোনো খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠেছিলেন। শুক্রবার মেলবোর্নে সেমি-ফাইনালের ম্যাচে দ্বিতীয় সেটে বাঁ পায়ে ফোস্কার সমস্যা অনুভব করায় তিনি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন।
বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার ফাইনালে ওঠার পথে এখন পর্যন্ত হারেননি একটি সেটেও। ৩৬ বছর বয়সী রজার ফেদেরার প্রথম সেট ৬-১ গেমে জিতে দ্বিতীয় সেটে এগিয়ে ছিলেন ৫-২ গেমে।