7.6 C
New York
Thursday, April 25, 2024

Buy now

ফিঞ্চের নেতৃত্বে ৮ বছর পর ওয়ানডে দলে ফিরলেন সিডল

টেস্টে সিরিজের পর শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়া। ঘোষিত দলে সবশেষ ওয়ানডে সিরিজ থেকে রয়েছেন মাত্র ৬ জন ক্রিকেটার।

অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ওয়ানডে ফরম্যাটে সাফল্য পাওয়ার আশায় ৮ বছর পর ওয়ানডে স্কোয়ার্ডে ফেরানো হয়েছে পিটার সিডল। শেষবার ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিডনিতে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন সিডল৷এছাড়া দলে আছেন টেস্টের নিয়মিত দুই সদস্য টপঅর্ডার ব্যাটসম্যান উসমান খাজা ও স্পিনার নাথান লায়ন।

টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত পেস অ্যাটাককে আসন্ন সিরিজে বিশ্রামে পাঠানো হয়েছে৷ স্টার্ক-কামিন্স, হ্যাজেডউড ত্রয়ীকে ওয়ান ডে সিরিজে কোহলিদের বিরুদ্ধে দেখা যাবে না৷ বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁদের বিশ্রামে পাঠানো হয়েছে৷

পরিবর্তে জেসন বেহরেনডর্ফ, বিনি স্ট্যানলেক, সিডলরা ডাক পেয়েছেন৷ অল-রাউন্ডার হিসেবে খেলবেন মার্কাস স্টোয়েনিস৷ ব্যাটসম্যানদের মধ্যে ট্রাভিস হেডের পরিবর্তে দলে ফিরলেন উসমান খোয়াজা৷ ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান ক্রিস লিন ও ডার্সি শট৷ ৭ তারিখে শেষ হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। এরপর চারদিন বিরতির পর ১২ জানুয়ারি শুরু হবে প্রথম ওয়ানডে। সিরেজের শেষ দুই ওয়ানডে ১৫ ও ১৮ তারিখে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকম্ব,অলেক্স ক্যারি, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, সন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিচার্ডসন, পিটার সিডল, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোয়েনিস, অ্যাডাম জাম্পা, জেসন বেহরেনডর্ফ৷]

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকম্ব,অলেক্স ক্যারি, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, সন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিচার্ডসন, পিটার সিডল, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোয়েনিস, অ্যাডাম জাম্পা, জেসন বেহরেনডর্ফ৷]

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles