বুধবার ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিলে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইএ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না প্রথম দুই ওয়ানডের ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে। তার জায়গায় একাদশে ফিরলেন রুবেল হোসেন।
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আজ বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে শেষ ওয়ানডেতে ছিটকে গেছেন মিঠুন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১০/১২ দিন সময় লাগবে তার সুস্থ হতে।
তার জায়গায় দলে ফিরেছেন রুবেল। এটি ছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। তৃতীয় ওয়ানডের একাদশে সাত ব্যাটসম্যান, এক স্পিনার ও তিন পেসার খেলাচ্ছে বাংলাদেশ।
বোলিং ঘাটতি মোটানোর জন্য সাইফউদ্দিন দলে আছেন অলরাউন্ডার হিসেবে। তাই সাইডবেঞ্চেই বসে সময় কাটাবেন মোমিনুল হক।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।