16.8 C
New York
Saturday, September 23, 2023

Buy now

ফুটবল বিশ্বকাপের ভলান্টিয়ার হতে চাইলে আবেদন করুন এখানে

আর মাত্র কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাবে সবার প্রিয় ফুটবল বিশ্বকাপ। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে প্রস্তুতির পর আয়োজক দেশ বিশ্বকাপের সফল আয়োজন সমাপ্ত করে। এরপর শুরু হয় মহাযজ্ঞ।

আর এই সময় প্রতিটি টিকেট, টিভি শট, প্রতিটি ম্যাচ, প্রতিটি গোলের পেছনে নির্লিপ্তভাবে কাজ করে যায় ভিন্ন একটি দল। যার নাম হচ্ছে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক দল।

আরও পড়ুন: আইপিএলের জন্য তাসকিনকে হারাতে চাই না: সুজন

শুধুমাত্র যে বিশ্বকাপেই ভলান্টিয়ারের প্রয়োজন হয় তা কিন্তু না, প্রায় প্রতিটি বড় আয়েজনের পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবকরা।

আর বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ইভেন্টের বাস্তবায়নে অসাধারণ সহযোগিতা করে থাকে ভলান্টিয়ারের দল। বিশ্বকাপের খেলা দেখতে আসা সমর্থক, খেলতে আসা খেলোয়াড়, মিডিয়া- সবার জন্য এমন কিছু মুহূর্ত তারা তৈরি করে, যা সংশ্লিষ্ট সবার জন্য সারাজীবনের স্মৃতি হয়ে থাকে। কাতার বিশ্বকাপেও থাকবে এ ধরনের একদল নিবেদিতপ্রাণ ভলান্টিয়ার।

আরও পড়ুন: ঈদের পর বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা

তবে হঠাৎ করেই কাউকে নিয়োগ দেয়া হয় না ভলান্টিয়ার হিসেবে। এর জন্য খেলাপ্রেমী এবং আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে কাতার বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ। ২০২২ কাতার বিশ্বকাপের জন্য প্রায় ২০ হাজার ভলান্টিয়ার নিয়োগ করা হবে।

যারা কাজ করবে ৪৫টি গুরুত্বপূর্ণ জায়গায়। যেগুলো অফিসিয়াল এবং নন অফিসিয়াল। যেমন স্টেডিয়াম, ট্রেনিং সাইট, বিমানবন্দর, ফান জোন, হোটেল এবং গণ যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে।

আরও পড়ুন: তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি দিতে রাজি পাপন, কিন্তু

কাতার বিশ্বকাপের ভলান্টিয়ার হওয়ার জন্য কী যোগ্যতা প্রয়োজন? ১ অক্টোবর ২০২২ এর মধ্যে বয়সটা হতে হবে ১৮ বছরের বেশি ও অনর্গল ইংরেজিতে কথা বলতে জানতে হবে। এটুকু যোগ্যতা থাকলেই যে কোনো দেশ থেকে যে কেউ আবেদন করতে পারবে।

ভলান্টিয়ার হতে আবেদন করার জন্য প্রবেশ করতে হবে ফিফার এই লিংকে। এখানে অ্যাকাউন্ট তৈরি করে প্রদত্ত সব শর্ত পূরণ করেই তবে সাবমিট করতে হবে। এরপর অপেক্ষায় থাকতে হবে ফিফা থেকে একটি কল পাওয়ার আশায়।

আবেদন করুন নিচের লিংকে…

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,868FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles