15.2 C
New York
Thursday, June 1, 2023

Buy now

বদলি ফুটবলার হয়ে নেমে রিয়ালকে বাঁচালো অ্যাসেনসিও

চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর লড়াইয়ে আমস্টাডার্মের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় আয়াক্সের বিপক্ষে ২-১ গোলের বিতর্কিত জয় পেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগে এই ম্যাচে প্রথম বারের মতো ‘ভিএআর’ প্রয়ুক্ত ব্যবহারে ছড়িয়েছে বিতর্ক। ভিডিও রেফারেলে একটি গোল বাতিল আয়াক্সের৷ এতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়ালের বিপক্ষে টানা সপ্তম হারটা শেষ পর্যন্ত তারা এড়াতে পারেনি।

১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে আসা আয়াক্স ম্যাচের প্রধমার্ধ অসাধারণ ফুটবল উপহার দেয়। একাধিক গোলের সুযোগ তৈরি করে তারা৷ ম্যাচের ৩৭ মিনিটে কর্নার থেকে ম্যাথিয়াস ডি লিটের হেড ধরতে গিয়ে বল ফসকে যায় কর্তোয়ার হাত থেকে। ফিরতি বল হেডে জালে পাঠান তাগলিয়াফিকো৷ তবে অজস্রবার রি-প্লে দেখার পর রেফারি দামির গোলটি বাতিল করেন তাদিচ অফসাইডে ছিলেন মনে হওয়ায়৷ গোলশূন্য ভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় রিয়াল। এ সময় ভিনিসিয়াসের পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা৷ চ্যাম্পিয়ন্স লীগে বেনজেমার গোলসংখ্যা দাঁড়াল ৬০টি। তার ওপরে আছেন শুধু রাউল গঞ্জালেস (৭১), লিওনেল মেসি (১০৬) ও ক্রিস্টিয়ানো রোনালদো (১২১)।

১৫ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরায় আয়াক্স। ৭৫ মিনিটে ডেভিড নেরেসের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান হাকিম৷ ম্যাচের ৮৭ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন রিয়াল মাদ্রিদের বদলি ফুটবলার হিসেবে নামা অ্যাসেনসিও। কারভাহালের ক্রসে বল পেয়ে জাল খুঁজে নেন এ স্প্যানিশ তারকা।

চ্যাম্পিয়ন্স লীগের অপর প্রি-কোয়ার্টারের প্রথম লেগে ঘরের মাঠে টটেনহ্যাম ৩-০ গোলে পরাস্ত করেছে জার্মান ক্লাব বারুশিয়া ডর্টমুন্ডকে৷

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,791FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles