নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে সিরিজের শেষ ওয়ানডেতে ১০ ওভার বল করে ২ উইকেটের বিনিময়ে ৯৩ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এতেই এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে খরুচে বোলিং ফিগারের দিক দিয়ে তৃতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ তম। বাংলাদেশের হয়ে সবচেয়ে খরুচে বোলিং ফিগারের রেকর্ডটি শফিউলের, ২০১০ বার্নিংহামে ইংলিশদের বিপক্ষে দিয়েছিলেন ৯৭ রান! তাও ৯ ওভারে! দ্বিতীয় খরুচে বোলিং এর রেকর্ডটিও তারই দখলে। একই বছরের জুনে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ১০-০-৯৫-৩!
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশর হয়ে মুস্তাফিজই এখন এক ইনিংসে সব থেকে বেশি রান খরচ করা বোলার। এর আগে ২০১০ সালে নেপিয়ারে নাজমুল হোসেন ৯ ওভারে দিয়েছিলেন ৭৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিং ফিগারের রেকর্ডটি অবশ্য অস্ট্রেলিয়ান বোলার মিক লুইসের দখলে। ২০০৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে সর্বোচ্চ ১১৩ রান দিয়েছিলেন!