14.6 C
New York
Wednesday, September 27, 2023

Buy now

বার্সা-পিএসজি চুক্তির সত্যতা কতটুকু?

গেলো মঙ্গলবার নেইমারকে ফেরাতে প্যারিসে পিএসজির সঙ্গে বৈঠকে বসেছিল বার্সেলোনা। সেই বৈঠকের পর খবর চাউর হয়েছিল ক্লাব দুটি নেইমারের দল বদলেনর চুক্তিতে একমত হয়েছে। তবে এখন জানা যাচ্ছে নেইমারের বিষয়ে এখনো বার্সা-পিএসজি দর কষাকষিতে এক বিন্দুতে পৌঁছাতে পারেনি।

মঙ্গলবারের সেই বৈঠক নিয়ে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো জানিয়েছেন, ‘আলাপ-আলোচনা ও সমঝোতার বিষয়টি এখনো শেষ হয়ে যায়নি। তবে এখনো কোনো চুক্তি হয়নি। কারণ, আমাদের অনুরোধ রাখা হয়নি। নেইমারের বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা সব সময় উন্মুক্ত। তবে কারো সঙ্গে কোনো চুক্তি হয়নি। নেইমার ও পিএসজির অবস্থান সব সময়ই পরিস্কার। যদি সন্তোষজনক কোনো প্রস্তাব আসে, তাহলে সে পিএসজি ছাড়তে পারবে।‘

দল বদলের উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার আগেই নেইমারের চুক্তি হতে পারে কিনা জানতে চাইলে সাবেক এসি মিলানের এই কোচ বলেন, ‘শেষ দিন হল সোমবার। সোমবার মাঝ রাত পর্যন্ত সময় রয়েছে। তবে আমরা কোনো সময় সীমা বেঁধে দেইনি।‘

মঙ্গলবার বৈঠকে বার্সা দেম্বেলে ও ইভান রাকিতিচ এবং ১৫০ মিলিয়নের প্রস্তাব দিয়েছিল পিএসজিকে। তবে এই প্রস্তাবে পিএসজি ফিরিয়ে দিয়ে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়েই শুধু নেইমারকে ছাড়ার প্রস্তার রাখে বার্সার সামনে। তাবে তা মেনে নেয়নি বার্সা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles