বার্সেলোনার জয়রথ থামিয়ে উড়তে থাকা বার্সাকে শেষ পর্যন্ত মাটিতে নামিয়ে আনলো এস্পানিওল। টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকা বার্সা প্রথম পরাজয়ের স্বাদ পেলো ২০১৮ সালে এসে।
গত সোমবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অপেক্ষাকৃত দূর্বল টিম এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরেছে কাতালুনিয়ানরা।
দারুন ছন্দে থাকা লিওনেল মেসিকে খুঁজেই পাওয়া যায়নি এই ম্যাচে বরং পেনাল্টি মিস করে কমপক্ষে ড্র করা থেকে বঞ্চিত করেছেন দলকে। আর লুইস সুয়ারেজকে প্রথম একাদশে রাখেইনি বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভেরদে। খেলার ৬০ মিনিটে কার্লোস আলেনাকে তুলে নিয়ে সুয়ারেজকে মাঠে নামানো হলেও কোনো গোলের দেখা পায়নি বার্সেলোনা।
ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার অস্কার মেলেন্দো। খেলার ৮৮ মিনিটে এস্পানিওলের হয়ে জয় সূচক গোলটি করেন তিনি।
গত বছর আগস্টে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপে সর্বশেষ হেরেছিল বার্সা, এতদিন পর এস্পানিওলের কাছে আবার সেই স্প্যানিশ সুপার কাপেই হারের স্বাদ পেলো স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা।