চলতি বিপিএলের ষষ্ঠ আসরে বল হাতে প্রথম হ্যাটট্রিক করলে ঢাকা ডায়নামাইটসের আল ইসলাম আলিস। তার হ্যাটট্রিকের সুবাদেই রংপুরের বিপক্ষে শুক্রবার রাতে রোমাঞ্চকর ২ রানের জয় পায় সাকিব আল হাসানের ঢাকা।
ইনিংসের ১৮তম ওভারের শেষ তিনটি বলে আলিস মোহাম্মদ মিঠুন, মাশরাফি ও ফরহাদ রেজার উইকেট তুলে নেন। গতকাল ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
আলিসের হ্যাটট্রিকটি বিপিএল আসরের তৃতীয়। এর আগে ২০১২ সালে মোহাম্মদ সামি ও ২০১৫ সালে হ্যাটট্রিক করেছিলেন আল আমিন হোসেন।
নিজের ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পেয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকেদের জানান, ‘আমি আলিস আল ইসলাম। আমি ঢাকা ডায়নামাইটসের নেট বোলার ছিলাম। আগে আমি ঢাকা ফাস্ট ডিভিশনে খেলেছি। নেট বোলিং করার সময় সুজন (ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন) স্যার আমাকে দেখেন। দেখে ওনার বিশ্বাস হয় যে আমি ভালো করতে পারব, তারপর আমাকে টিমে নেন। তারপর টিম ম্যানেজমেন্ট, প্লেয়াররা আমাকে সাপোর্ট করেন। তারপর আমি সেরা একাদশে।’
এদিকে আজও বিপিএলে রাতের খেলায় ঢাকার বিপক্ষে মাঠে নামছে সিলেট। এই ম্যাচেও ঢাকার একাদশেও থাকাটা এক রকম নিশ্চিত আলিসের। তাই আজও তার দিকেই নজর রাখতে চাইবে ঢাকার সমর্থকরা।