শনিবার রাতে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা শেষ হয়েছে। এর মধ্যে চিটাগং বাদে সব দলই ৬টি বা তার বেশি ম্যাচ খেলে ফেলেছে। ঢাকা পর্বে দেশি ক্রিকেটাররা রান না পেলেও সিলেট পর্বে তারা রান খড়া থেকে বেরিয়ে আসতে পেরেছে। তবে বরাবরের মতো বোলিং-এ এখনো দাপট দেখাচ্ছেন দেশি ক্রিকেটাররাই।
দুই পর্ব শেষে প্রথম স্থান ধরে রেখেছে ঢাকা ডায়নামাইটস। ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে তারা। একমাত্র হারটি এসেছে রাজশাহী কিংসের কাছে থেকে। প্রথম সাক্ষাতে রাজশাহী কিংসকে বিশাল ব্যবধানে হারালেও রাজশাহীর সাথে যখন তারা দ্বিতীয়বার সাক্ষাৎ করে তখন কিংস হারিয়ে দেয় ডায়নামাইটসকে। এদিকে পাঁচ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে চিটাগং। কুমিল্লা রয়েছে ৩য় অবস্থানে। ছয় ম্যাচে চারটিতে জয় পেয়েছে তারা। সাত ম্যাচে তিন জয় নিয়ে মাশরাফির রংপুর রয়েছে চতুর্থ স্থানে। ছয় ম্যাচে তিন জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী। সপ্তম স্থানে থাকা সিলেট সাত ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে। টেবিলের তালনীতে থাকা খুলনা ৭ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে।