আর মাত্র কয়দিন পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। এরই ধারাবাহিকতায় শেষ হয়েছে সব ধরণের প্রস্তুতি। বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের বাইরে ৩জন করে বিদেশি ক্রিকেটার নেয়ার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।
সেই সুযোগে ফরচুন বরিশাল দলে নিয়েছিল ক্রিস গেইল, মুজিব উর রহমানের সঙ্গে দানুশকা গুনাতিলাকাকে। কিন্তু শেষ সময়ে এসে পাওয়া যায়নি গুনাতিলাকাকে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় বিপিএল খেলা হচ্ছে না তার।
আর তাই তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে দলে নিয়েছে বরিশাল। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মিডিয়া ম্যানেজার আলী মোহাম্মদ সিকান্দার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও বিপিএলে নিয়মিত মুখ ব্রাভো। এর আগে ঢাকা ডাইনামইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। দলটির আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।