কেনার লুইসের পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সরাসরি সাইনিংয়ের মাধ্যমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাম লেখালেন ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আগামী ২৭ ডিসেম্বর। ড্রাফটের বাইরেই ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে দলগুলো। সেই সুযোগেই ২য় বিদেশি ক্রিকেটার হিসেবে হাওয়েলকে দলে ভেড়ালো চট্টগ্রাম।
প্রসঙ্গত, হাওয়েলের আগেও একাধিকবার বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। খুলনা ও রংপুরের ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলে এখনো খেলার সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত এই অলরাউন্ডার।